বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৬ আগস্ট’২৩ : সিপিএম-বিজেপিকে তেল দিয়ে দলের একাংশ রাতের অন্ধকারে তৃণমূলকে পিছন থেকে ছোবল মারছে। তাদের আমি ঘৃণা করি। এমনই বিস্ফোরক প্রতিক্রিয়া কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর বক্তব্য, কিছু দালাল, চিটিংবাজ দলে ঢুকে দলকে নোংরা করার চেষ্টা করছে। মদনের সাফ বক্তব্য, তৃণমূল ভালো না লাগলে করবেন না। কিন্তু দলটাকে বাঁচান। মদনের এহেন প্রতিক্রিয়া নিয়ে বিজেপির মুখপাত্র শীলভদ্র দত্ত বলেন, মদন দা দীর্ঘদিনের রাজনীতিবিদ। ওনি বাস্তবটা বুঝেছেন তাই বলছেন। ওনি বুঝতে পেরেছেন তৃণমূলটা শেষ হয়ে যাচ্ছে। তাই ওনি সিনেমায় নেমেছেন।
