বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৪ ফেব্রুয়ারি’২৪ : উপ-পুরপ্রধানের শুধু পদই আছে। পুরসভার ওপরতলার লোকজন তাকে গুরুত্বই দেয় না। ফের বিস্ফোরক মুকুল পুত্র তথা কাঁচড়াপাড়া পুরসভার উপ-পুরপ্রধান শুভ্রাংশু রায়।

কয়েকদিন আগেই দলের দুই বিধায়কের বিরুদ্ধে মুখ খুলেছিলেন মুকুল পুত্র। এবার পুর কর্তাদের বিরুদ্ধে সরব হলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। মুকুল পুত্রের কথায়, নিজের ওয়ার্ডে কাজের বিষয়ে তাকে জিজ্ঞেস করা হয় না। উপ-পুরপ্রধানের যেসব কাজ আছে। যেমন কর আদায়, ট্রেড লাইসেন্স, এসেসমেন্ট সবই এখন অনলাইন হয়ে গিয়েছে। কাজ নেই তাই গত একমাস যাবৎ পুরসভায় যাওয়া বন্ধ করে দিয়েছেন।