ক্রান্তির শ্মশানের উন্নয়নে কমিটির বর্ধিত সভা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৯ ফেব্রুয়ারি’২৪ : ক্রান্তির একমাত্র শ্মশানঘাট রয়েছে স্থানীয় পুলিশ ফাঁড়ির পাশে। সেই শ্মশান উন্নয়নের জন্য কয়েকমাস আগে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল।

সেই কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হল রবিবার। সভায় সর্বসম্মতিক্রমে শ্মশানের সার্বিক উন্নয়নের পাশাপাশি সৌন্দর্যয়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সদস্য অনুপ বিশ্বাস বলেন, শ্মশান সৌন্দর্যায়নের পাশাপাশি গার্ডওয়াল করা খুবই প্রয়োজন।

Extended meeting of committee for development of Kranti crematorium

আর সেই লক্ষ্যে ক্রান্তি সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় ও ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান মালতি টুডুর কাছে আবেদন করা হবে বলে তারা এদিন সিদ্ধান্ত নিয়েছেন। সভায় পদ্মশ্রী করিমুল হকও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *