ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারের কর্ণধার শান্তুনু শর্মার জামিনের আবেদন আবারও নাকচ (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৫ জানুয়ারি’২৪ : জলপাইগুড়ির ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারের কর্ণধার শান্তুনু শর্মার জামিনের আবেদন আবারও নাকচ করল জলপাইগুড়ি জেলা দায়রা আদালত। বুধবার অভিযুক্ত শান্তুনুকে জেল হেফাজত থেকে জেলা আদালতের কোর্ট হাজতে নিয়ে আসা হয়।

Fake nursing training center leader Shantunu Sharma's bail plea rejected again

এদিকে শান্তুনু’র পক্ষের আইনজীবী আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন। সরকার পক্ষের আইনজীবী বিরোধীতা করায় দ্বায়িত্বে থাকা সিজেএম মহম্মদ জাফর পারভেজ জামিন নাকচ করে আবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন অভিযুক্তকে।

অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ, ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টার খুলে অসংখ্য ছাত্রছাত্রীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। শুধু তাই নয়, প্রশিক্ষণ শেষে ভুয়ো সার্টিফিকেট দেওয়া হয়। উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর শহরের পান্ডাপাড়ার ওই ‘ভুয়ো’ নার্সিং প্রশিক্ষণ সেন্টারে অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছিল জেলা স্বাস্থ্য দফতর। এরপর থেকে মূল অভিযুক্ত ‘ভুয়ো’ সেন্টারের কর্ণধার শান্তুনু পলাতক ছিল। পরে জেলা আদালতে আত্মসমর্পণ করে শান্তুনু। এর আগে তিনবার অভিযুক্তের পক্ষের আইনজীবী জামিনের আবেদন জানান। এদিন আবার জামিনের আবেদন করলে অভিযুক্তের জামিন নাকচ করেন বিচারক।

সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় ব‍্যানাজি বলেন,” জামিনের আবেদন নাকচ করেছেন বিচারক। আবার ৭ই ফেব্রুয়ারি অভিযুক্তকে আদালতে তোলা হবে। অভিযুক্তের বিরুদ্ধে ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টার খোলার অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *