জলপাইগুড়ি : চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে এবার আরটিআই (তথ্য জানার অধিকার) আইনে আবেদন করলেন প্রসূতির পরিবারের সদস্যরা। সোমবার জলপাইগুড়ি মেডিকেল কলেজের এমএসভিপি (মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট-সহ-ভাইস প্রিন্সিপাল) দপ্তরে পরিবারের তরফে এই আবেদন জমা দেওয়া হয়েছে।
মৃতার পরিবারের দাবি, জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর কচুয়া বোয়ালমারীর বাসিন্দা সান্তনা রায় সন্তানসম্ভবা অবস্থায় গত ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে ভর্তি হন। সেখানেই তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন।

কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দীর্ঘ লড়াইয়ের পর ২৪ জানুয়ারি ২০২৫ তারিখে সান্তনা দেবীর মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, জলপাইগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসার গাফিলতিই মৃত্যুর কারণ। তাই আরটিআই-এর মাধ্যমে তারা জানতে চেয়েছেন:
1️⃣ চিকিৎসা চলাকালীন দায়িত্বে থাকা চিকিৎসকদের তালিকা,
2️⃣ প্রসূতির চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ও চিকিৎসা পদ্ধতির বিশদ বিবরণ,
3️⃣ তদন্ত কমিটির রিপোর্ট (যদি তদন্ত হয়ে থাকে)।

এখন দেখার বিষয়, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে কী জবাব দেয়। মৃতার পরিবারের সদস্যরা স্পষ্ট জানিয়েছেন, তারা সত্য সামনে আনতে চান এবং চিকিৎসার গাফিলতি প্রমাণিত হলে আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত।