জলপাইগুড়ি : উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC) চালু করল জগন্নাথ ধাম, দীঘার উদ্দেশ্যে একাধিক আধুনিক ভলভো বাস পরিষেবা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যাত্রা শুরু হবে নির্ধারিত দিনে।
এই ৪৫ আসনের ভলভো ভিডিও কোচ বাসগুলিতে রয়েছে ২x২ পুশব্যাক সিট, বেলুন সাস্পেনশন, জিপিএস, প্যানিক বাটন, মোবাইল চার্জিং ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় অগ্নি নিরোধক প্রযুক্তি। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে থাকছে পানীয় জলের বোতল ও কম্বলও।

বাস পরিষেবা চালু হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ ও মালদা থেকে দীঘার উদ্দেশ্যে। বাস চলবে ফালাকাটা, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর ও কলকাতা হয়ে।
যাত্রার সূচী অনুযায়ী— কোচবিহার থেকে বাস ছাড়বে প্রতি সোম ও শুক্রবার দুপুর ২টায়, আলিপুরদুয়ার থেকে মঙ্গল ও শনিবার দুপুর ২টায়, জলপাইগুড়ি থেকে বুধ ও রবিবার দুপুর ২টায়। শিলিগুড়ি থেকে যাত্রা শুরু হবে বৃহস্পতি ও রবিবার বিকেল ৪টায়। রায়গঞ্জ থেকে সোম ও শুক্রবার রাত ৭:৩০টায় এবং মালদা থেকে মঙ্গল ও শনিবার রাত ৯টায় বাস ছাড়বে। দীঘা থেকে প্রত্যাবর্তনের সময়ও নির্দিষ্ট দিনে নির্ধারিত রয়েছে।
এই পরিষেবা ২৮ মে ২০২৫ থেকে শুরু হচ্ছে।
নিগম নির্ধারিত ভাড়া এবং ১৫ জুন ২০২৫ পর্যন্ত রিবেট সহ বিশেষ ভাড়া দেওয়া হয়েছে। যেমন, কোচবিহার থেকে দীঘা যাত্রার আসল ভাড়া ২১৬০ টাকা হলেও ছাড়ে তা হচ্ছে ১৭২০ টাকা। জলপাইগুড়ি থেকে ১৯২০ টাকার জায়গায় লাগছে ১৪৯০ টাকা। শিলিগুড়ি থেকে ভাড়া ১৮৮০ টাকা, রিবেটে তা কমে হচ্ছে ১৩৭০ টাকা।
টিকিট বুকিং করা যাবে কোচবিহার, আলিপুরদুয়ার, ফালাকাটা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা ও দীঘার নির্ধারিত NBSTC বাস কাউন্টার থেকে। পাশাপাশি অনলাইনেও টিকিট কাটার সুবিধা থাকছে www.redbus.in ওয়েবসাইটে।
উত্তরবঙ্গবাসীর জন্য এই দীঘা যাত্রা হতে চলেছে আরও আরামদায়ক, সাশ্রয়ী এবং নিরাপদ।
সংবাদ সূত্র : উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম