বেশি লাভের আশায় জীবনের ঝুঁকি নিয়ে ফুলকপি বোঝাই বাইকে ছুটছেন কৃষক (ভিডিও সহ)

জলপাইগুড়ি : সকালে ঘুম ভাঙার আগেই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে পড়ছেন কৃষকেরা। বেশি লাভের আশায় সবজি নিয়ে ছুটছেন দূরের বাজারে। এমনই এক দৃশ্য উঠে এল বুধবার ভোরে জলপাইগুড়িতে।

দোমহানী থেকে পাহাড়পুর হয়ে জাতীয় সড়ক ধরে শিলিগুড়ির দিকে ছুটছেন কৃষক ও ব্যবসায়ী প্রশান্ত পাল। তার বাইকে বোঝাই প্রায় দুই কুইন্টালেরও বেশি ফুলকপি, গাদাগাদি করে বাঁধা ছয়-সাতটি বড় ব্যাগে। গন্তব্য শিলিগুড়ির বাজার। কারণ? জলপাইগুড়িতে দাম নেই, শিলিগুড়িতে গেলে লাভ হবে বেশি। আর সেই লাভের আশাতেই নিয়ম ভেঙে, জীবনের ঝুঁকি নিয়েও মোটরবাইকে এত মাল নিয়ে ছুটছেন তিনি।

পাহাড়পুর মোড়ের কাছে দাঁড়িয়ে প্রশান্তবাবু বলেন, “এখানে সবজির দাম খুব কম, তাই শিলিগুড়ির বাজারে নিতে হয়। কিন্তু একটা ট্রাকে করে নিয়ে গেলে খরচ অনেক বেশি পড়ে যায়। তাই বাধ্য হয়েই এভাবে যাই।”

কিন্তু এত ভারী বোঝা নিয়ে জাতীয় সড়কে বাইক চালানো কি নিরাপদ? সড়ক আইন অনুযায়ী এটি বেআইনি তো বটেই, সেই সঙ্গে বড় দুর্ঘটনার ঝুঁকিও কম নয়। স্থানীয়দের মতে, প্রশাসনের উচিত এ ধরনের যাতায়াতের ওপর নজরদারি বাড়ানো, যাতে কৃষকদের জন্য বিকল্প ও নিরাপদ পরিবহন ব্যবস্থার সুযোগ তৈরি হয়।

Farmers risk their lives riding bikes loaded with cauliflower in hopes of making more profit

তবে দিনের শেষে বাস্তবতা একটাই—বেঁচে থাকার লড়াইয়ে সব নিয়মকে পাশে সরিয়ে রেখে ঝুঁকি নিয়েই ছুটতে হচ্ছে কৃষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *