চাষের জমি যেন নদীতে পরিনত হয়েছে

সংবাদদাতা, বাঁকুড়া, ৭ ডিসেম্বর’২৩ : এক নাগাড়ে বৃষ্টিতে লালমাটির বাঁকুড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি কৃষকদের। বৃষ্টির আগাম সতর্কতা থাকলেও, এই প্রাকৃতিক বিপর্যয় রোখার সাধ্যি নেই চাষিদের। কয়েক হাজার একর জমির আলু চাষ নষ্টের মুখে। রাজ্যের প্রথম নতুন আলু তোলা হয় এই জেলার বিষ্ণুপুর ব্লক ও জয়পুর ব্লকের এলাকায়। কিন্তু এবার সেই আলু চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানালেন কৃষক আমান উল্লা মণ্ডল।

Farmland has turned into a river

তিনি বলেন, কয়েক দিন ধরেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু রাতের থেকে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়ে পুরো আলু চাষের জমি জলমগ্ন হয়ে গেছে। এবার আর রক্ষে নেই। মহাজনের কাছ থেকে ধার নিয়ে কোন রকমে চাষ করে দিন যাপন করে সংসার চালাই। আলু চাষ এই বৃষ্টি সহ্য করতে পারে না পুরো আলু নষ্ট হয়ে যাবে। সরকার এই বিষয়ে সরজমিনে তদন্ত করে দোষীদের এই ব্যাপক ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিলে হয়তো কৃষক আত্মহত্যা কিছুটা হলেও কমবে। না হলে বহু প্রান্তিক কৃষক অবসাদের কারনে হয়তো আত্মহত্যার পথ বেছে নিতেও পারে। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের আঙ্গারিয়া গ্রামের এক প্রান্তিক চাষী হিসাবে তার নামডাক‌ও রয়েছে এই বছর কয়েক বিঘা জমির আলু নষ্ট হয়ে গেছে ইতিমধ্যেই বলে জানান সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *