জলপাইগুড়ি : জলপাইগুড়ি আসাম মোড়ে ভয়াবহ দুর্ঘটনা। গতকাল রাত বারোটা নাগাদ গৌহাটি – শিলিগুড়িগামী একটি পন্য বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের আসাম মোরে ট্রাফিক পোস্টে ধাক্কা মেরে ট্রাফিক পোস্টটিকে গুঁড়িয়ে দেয়। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় ট্রাফিক পোস্টটি।

এক পথচারী দুর্ঘটনার কবলে পড়েন। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে আহতকে নিয়ে যায় পুলিশ। লরির সাথে ট্রাফিক পোস্টের সংঘর্ষের শব্দ শুনে বহু মানুষ ভিড় জমান। তবে বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে লরির চালক এবং খালাসী। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি পুলিশ।