জলপাইগুড়ি : আর মাত্র দু’দিন পর বাসন্তী পূজা। শহর জুড়ে উৎসবের আমেজ, আর তারই মাঝে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। শেষ পর্যায়ে প্রতিমার সাজসজ্জার কাজ চলছে, এরপরই প্রতিমা যাবে পূজামণ্ডপে। এবার মোটামুটি ভালো ব্যবসা হওয়ায় খুশি শিল্পীরা।

দুর্গাপূজা শেষ হওয়ার পর জলপাইগুড়িবাসীর জন্য তেমন বড় কোনো উৎসব থাকে না, তাই বাসন্তী পূজা নিয়ে আবেগের মাত্রা বেশ খানিকটা বেশি। সেই আবেগকে ঘিরেই এখন পালপাড়ায় ব্যস্ততার শেষ নেই। মৃৎশিল্পী বাসন্তী পাল জানান, “বাসন্তী পূজায় খুব একটা লাভ-লোকসান হয় না, তবে এবার পরিস্থিতি ভালোই। প্রতিমা তৈরি প্রায় শেষ, এখন সাজসজ্জার কাজ চলছে। এরপরই আমরা দুর্গা প্রতিমার কাজে হাত দেবো।”
এখন প্রতিমায় শাড়ি পরানো, গয়না বসানো সহ অন্যান্য সাজের কাজ চলছে। আর এই প্রতিমাগুলিই কয়েক ঘণ্টার মধ্যেই চলে যাবে শহরের বিভিন্ন পূজামণ্ডপে। এভাবেই এক উৎসবের পর আরেক উৎসবের প্রস্তুতিতে মেতে রয়েছেন শিল্পীরা।