অবশেষে জলপাইগুড়ি পুরসভার পুর্নাঙ্গ  বোর্ড  গঠন হতে চলেছে

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৯ মে ২০২২ : অবশেষে জলপাইগুড়ি পুরসভার পুর্নাঙ্গ  বোর্ড  গঠন হতে চলেছে। আগামী সোমবার জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন’কাউন্সিল তিন জনের নাম ঘোষনা করবেন পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল। বোর্ড গঠন না হবার ফলে পুরসভার নীতি নির্ধারণ করতে গিয়ে বিপাকে পড়েন পুরসভার চেয়ারপার্সন। উল্লেখ্য গত ১৬ মার্চ জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন ও ভাইস চেয়ারম্যান শপথ গ্রহন করেন। পুরসভার চেয়ারপার্সন হন পাপিয়া পাল ও  ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হন সৈকত চ্যাটার্জী।

শনিবার সন্ধ্যায় শহরের বাবু ঘাট স্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পুরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ। সেখানে দলের চেয়ারম্যান ইন’কাউন্সিল যাকে যাকে করা হবে তা সবাইকে মেনে নিতে হবে বলে জানিয়েছেন। এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপিস্থিত ছিলেন পুর ভোটে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর  সহ চেয়ারপার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী, দলের কোর কমিটির চেয়ারম্যান বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ প্রদীপ কুমার বর্মা, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন।

পূর্ণাঙ্গ পুর বোর্ড গঠন প্রসঙ্গে দলের জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, পুর ভোটে প্রার্থী নির্বাচনের মতোই এই ব্যাপারেও দলের রাজ্য নেতৃত্ব চেয়ারম্যান ইন কাউন্সিল হিসেবে তিন জনকে ইতিমধ্যে নির্বাচিত করে সেই নাম জেলা কমিটির কাছে পাঠিয়েছে, আগামী ৩০শে মে, দলের পক্ষ থেকে বর্তমান চেয়ারপার্সনের হাতে সেই নাম সম্বলিত তালিকা তুলে দেওয়া হবে, তারপর বর্তমান চেয়ারপার্সন নিজেই সেটি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *