বিকাশ সরকার, হলদিবাড়ি, ১৮ নভেম্বর : অবশেষে বনদপ্তরের কর্মীদের তৎপরতায় বাঘের খাঁচা এসে পৌঁছালো জলপাইগুড়ি সদর ব্লকের কান্দিপাড়া তিন নম্বর স্পারে। উল্লেখ্য কান্দিপাড়া তিন নম্বর স্পারে এলাকার বাসিন্দারা স্বচক্ষে দেখেছিলেন একটি চিতাবাঘ এবং এলাকার বাসিন্দারা জানিয়েছেন তাদের একটি গৃহপালিত ছাগল ভক্ষণ করে ফেলে চিতাবাটি। বিষয়টি তারা বনদপ্তরকে জানলে শুক্রবার বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছান এবং বাঘের পায়ের ছাপ দেখে তারা বিষয়টি বুঝতে পারেন। এরপর তৎপরতার সাথে রামসাই থেকে বাঘের খাঁচা নিয়ে আসেন কান্দীপাড়ায় এলাকায়। তারপর রাতের অন্ধকারে নিরাপদ স্থানে সেই খাঁচাটি মোতায়েন করা হয়। চিতা বাঘের খাঁচা মোতায়েনকে কেন্দ্র করে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস এলাকাবাসীদের মধ্যে। তবুও তারা মনে মনে ভাবছেন কখনইবা ভোর হয় কখনইবা দেখতে পাবে খাঁচার সমেত চিতা বাঘটিকে।
