শিলিগুড়ি : শিলিগুড়ি স্টেডিয়ামের কাছে তিলক রোডের এক নার্সিংহোমে বৃহস্পতিবার বিকেলে আচমকা আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের পরিজনেরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন, পানি ট্যাংকি আউটপোস্টের পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা।

নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, ছাদের সোলার প্যানেলে শর্ট সার্কিটের জেরেই ধোঁয়া বেরোতে শুরু করে। পরিস্থিতি বুঝে কর্তৃপক্ষ দ্রুত দমকলকে খবর দেন। দমকল কর্মীরা নার্সিংহোমের নিজস্ব অগ্নিনির্বাপন ব্যবস্থার সাহায্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক ছড়ায় গোটা নার্সিংহোম চত্বরে।

দমকল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাদের সোলার প্যানেল থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। বিপত্তি হতে পারত, কারণ ছাদেই মজুত ছিল একাধিক রান্নার গ্যাস সিলিন্ডার। সৌভাগ্যবশত আগুন ছড়িয়ে না পড়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।
দমকলের আধিকারিকরা জানিয়েছেন, আগুন নিভিয়ে ফেলার পাশাপাশি ভবনের ছাদে বসানো টিনের চাল বিল্ডিং প্ল্যান অনুযায়ী বৈধ কিনা, সেটিও খতিয়ে দেখা হবে।
নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, তাঁদের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা কার্যকরী হওয়াতেই দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে।