জলপাইগুড়িতে শতাব্দী প্রাচীন গাছে অগ্নিকাণ্ড, উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা

জলপাইগুড়ি: শহরের অদূরে ৭৩ মোড় এলাকায় শতাব্দী প্রাচীন একটি গাছে রহস্যজনক অগ্নিকাণ্ডকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশপ্রেমী ও রাজনৈতিক নেতৃত্ব। এই ঘটনায় শুধুমাত্র একটি গাছ ক্ষতিগ্রস্ত হয়নি, ধ্বংস হয়েছে অসংখ্য পাখির আশ্রয়স্থলও।

এই ঘটনার প্রতিবাদে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে জেলা যুব তৃণমূল কংগ্রেস। দলটির সাধারণ সম্পাদক অজয় সাহা বলেন, “এই অগ্নিকাণ্ড আমাদের ভীষণভাবে চিন্তায় ফেলেছে। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলার কারণে এই সময় শব্দবাজি ও উচ্চস্বরে মাইক নিষিদ্ধ করা হয়েছে। তা সত্ত্বেও কিছু মানুষ নিয়মের তোয়াক্কা না করে এমন কাজ করছে। এর ফলে শুধু গাছ নয়, বহু নিরীহ পাখিরও মৃত্যু হয়েছে। আমরা চাই বন দপ্তর এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিক।”

পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন, “এর আগেও আমরা এমন ঘটনা দেখেছি। এটি শুধু একটি গাছের ক্ষতি নয়, গোটা জীব বৈচিত্রের জন্য হুমকি। প্রশাসনের আরও কঠোর হওয়া উচিত, না হলে প্রকৃতির এই ক্ষতি সামাল দেওয়া কঠিন হবে।”

Fire breaks out in century-old tree in Jalpaiguri; Environmentalists concerned

স্থানীয়দের মতে, যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তবে ভবিষ্যতে আরও বড় ক্ষতির আশঙ্কা থেকে যায়। প্রশাসন ও বন দপ্তর বিষয়টি নিয়ে কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে জলপাইগুড়িবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *