জলপাইগুড়ি: শহরের প্রাণকেন্দ্র দিনবাজারে একদিনের মধ্যে দু’বার আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে এবং রাতে করলা সেতুর নিচে জমে থাকা আবর্জনায় আগুন ধরে যায়, দ্রুত ছড়িয়ে পড়ার আগেই দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বারবার এমন ঘটনার পুনরাবৃত্তিতে আতঙ্কিত ব্যবসায়ীরা ও স্থানীয়রা।

জলপাইগুড়ির অন্যতম বাণিজ্যিক এলাকা দিনবাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া করলা নদীর ওপর থাকা সেতুর নিচে দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী আবর্জনা ফেলছেন বলে অভিযোগ। এর ফলে যেমন নদীর দূষণ বাড়ছে, তেমনই বাড়ছে আগুন লাগার আশঙ্কাও। শুক্রবার সকালের পর আবার রাতে আগুন লাগার পর কাছেই থাকা বাজির দোকানগুলির কারণে আতঙ্ক আরও বেড়ে যায়।

কয়েক বছর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী ছিল দিনবাজার। সেই স্মৃতি এখনও শহরবাসীর মনে দগদগে। স্থানীয়দের আশঙ্কা, গভীর রাতে বা ভোরের দিকে আগুন লাগলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বারবার নিষেধ করা হলেও কিছু ব্যবসায়ী ব্রিজের নিচে ময়লা ফেলছেন। উপর থেকে কেউ বিড়ি বা সিগারেট ফেললেই আগুন লেগে যাচ্ছে। মানুষ সচেতন না হলে এই সমস্যার সমাধান সম্ভব নয়।”

পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মন্ডল একই দিনে দু’বার আগুন লাগার ঘটনা সন্দেহজনক বলে মনে করছেন। তিনি জানান, “পুলিশকে বলব বিষয়টি তদন্ত করতে। পাশাপাশি, রাতের দিকে এখানে পুলিশ প্রহরার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।”

এবারের ঘটনাটি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে—সেটাই খতিয়ে দেখছে প্রশাসন।