শিলিগুড়িতে অগ্নিকাণ্ড; ঘটনায় আহত এক

শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের মধ্য শান্তিনগর এলাকায় একটি বাড়িতে মঙ্গলবার রাত ৯ টা ১৫ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগ ও স্থানীয় কাউন্সিলরকে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।

Fire in Siliguri;  One injured in the incident

অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়িতে অনেক জ্বালানি মজুত ছিল। কোন অজ্ঞ্যাত কারনে জ্বালানি থেকে আগুন লেগে যায়। সেই সময় বাড়িতে ভাড়াটিয়া টিঙ্কু বর্মণ ও তার স্ত্রী মায়া বর্মণ ছিলেন। মায়া বর্মণ গুরুতর আহত হয়। এলাকার যুবকেরা তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়। যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরের বিভিন্ন আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন শীল শর্মা জানান, ঘরের ভেতরে পেট্রোল রাখা ছিল। তবে কেন ঘরে পেট্রোল রাখা ছিল, সেটি বিক্রির উদ্দেশ্য নাকি ঘরের কোন কাজে তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে আগুন লাগার পর দমকল ও পুলিশের যৌথ উদ্যোগে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *