বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২ নভেম্বর : ব্যস্ততম ডানলপ মোড়ের সন্নিকটে একটি অতি প্রাচীন বিল্ডিংয়ের তিনতলার একটি ঘরে বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ আচমকা আগুন লাগে। ওই বিল্ডিংয়ের দ্বিতলে একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের ডানলপ ব্রিজ শাখায় কর্মরত কর্মচারীরা ভয়ে নিচে নেমে আসেন। তবে তিনতলায় থাকা বাসিন্দারা ভয়ে ছাদে উঠে পড়েন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন এবং বরানগর থানার পুলিশ। ছাদে আটকে থাকা চারজনকে ল্যাডারের সাহায্যে নীচে নামিয়ে আনা হয়। তারপর দমকলের তিনটি ইঞ্জিন এসে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত গৃহকর্তা ডাক্তার বিশুই জানান, পাশের ঘরে প্রদীপ জ্বলছিল। প্রদীপের শিখা থেকে বিছানায় আগুন লেগে যায়। তারপর আগুন ঘরে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা একটি সিলিন্ডারও ফেটে গিয়েছে। তবে দমকলের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি স্থানীয়দের।
