উচ্চ মাধ্যমিকে রাজ্যসেরা অভিক বিজ্ঞানী হতে চায়

আলিপুরদুয়ার : এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম আলিপুরদুয়ারের অভিক দাস (Abhik Das)। অভিক আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হাই স্কুলের ছাত্র। আলিপুরদুয়ার শহরের নিউ আলিপুরদুয়ারের বাড়ি অভিকের। অভিকের বাবা প্রবীর দাস পেশায় একজন শিক্ষক। আলিপুরদুয়ারের রেলওয়ে হাই স্কুলের শিক্ষক অভিকের বাবা। মাধ্যমিক পরীক্ষাতে রাজ্যে চতুর্থ হয়েছিল অভিক দাস। মাধ্যমিকে ৬৯০ নম্বর পেয়েছিল অভিক। আর উচ্চ মাধ্যমিকে ৪৯৬ নাম্বার পেয়ে অভিক রাজ্যে প্রথম স্থান (HS Topper 2024) অধিকার করে। অভিকের সাফল্যের খবর পেয়ে এসজেডিএ’র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী অভিকের বাড়িতে গিয়ে ওকে অভিনন্দন জানান এবং অত উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এদিন উচ্চ মাধ্যমিকের ফল জানার পর অভীক বলে, ‘ পরীক্ষা ভালো হয়েছিল। এটা আশা করেছিলাম যে প্রথম পাঁচে থাকব। তবে প্রথম হব সেটা আশা করিনি।’ অভিক জানিয়েছে, সে নিয়মিত পড়াশোনা করত। তবে ঘড়ি ধরে সে কখনো পড়াশোনা করেনি। যখন মন চেয়েছে পড়েছে। দিনে আট থেকে দশ ঘণ্টা পড়াশোনা করতো অভিক। এমনকি সারাদিন পড়াশোনা করতো সে, এটাই ওর হ্যাবিট। উচ্চ মাধ্যমিকে ৬টি বিষয়ে ৬ জন গৃহ শিক্ষক ছিল অভিকের। অ্যাস্ট্রো ফিজিক্স নিয়ে গবেষণা করে বিজ্ঞানী হতে চায় অভীক।

ছেলের সাফল্যে খুশি অভীকের বাবা-মা। অভীকের বাবা বলেন, ‘ও সারাদিন পড়াশোনা করত। খুব পরিশ্রমী। মাধ্যমিকেও ভালো ফলাফল করেছিল। তবে আমরা কোনওদিন ওর উপর কিছু চাপিয়ে দিইনি। আগামীতে বিজ্ঞানী হতে চায়। আমরা চাই ও সাফল্যের দিকে এগিয়ে যাক।’

আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি সঞ্জিব ধর অভিকের সাফল্য প্রসঙ্গে জানান, দুর্দান্ত অনুভূতি। দারুন অনুভূতি। গর্বের অনুভূতি। ও খুবই ভালো ছেলে। মাধ্যমিকে ও চতুর্থ হয়েছিল। আর এবার রাজ্যে প্রথম। ওর জন্য আমরা সবাই গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *