বিশ্বজিৎ নাথ : দেশজুড়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার দুনিয়ায় নতুন ইতিহাস গড়লেন জগদ্দলের পুরানী বাজার এলাকার বাসিন্দা শিবম চৌধুরী। সম্প্রতি প্রকাশিত এসএসসি জিডি (স্টাফ সিলেকশন কমিশন – জেনারেল ডিউটি) পরীক্ষার ফলাফলে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন তিনি।

শিবম কাঁকিনাড়ার কাটাডাঙ্গা রোডে অবস্থিত শান্তিনগর গুরুকুল কম্পিটিটিভ ইনস্টিটিউট-এর ছাত্র। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং অধ্যাপক অমিত সাউয়ের দিকনির্দেশনায় এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন শিবম নিজেই।
সোমবার বিকেলে গুরুকুল ইনস্টিটিউট প্রাঙ্গণে জ্যোতি ফাউন্ডেশন-এর পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিশিষ্ট সমাজসেবী প্রিয়াঙ্গু পান্ডে শিবমকে সংবর্ধিত করেন। পাশাপাশি, গুরুকুল ইনস্টিটিউটের কর্ণধার অমিত সাউ-কেও তাঁর অনন্য শিক্ষাদানের জন্য বিশেষ সম্মান জানানো হয়।
সংবর্ধনা সভায় প্রিয়াঙ্গু পান্ডে বলেন, “ভাটপাড়া– কাঁকিনাড়া অঞ্চল সাধারণত নেতিবাচক খবরেই শিরোনামে আসে। কিন্তু শিবমের এই অভূতপূর্ব সাফল্য এলাকাবাসীর মনে নতুন আশার আলো জ্বেলেছে। শিক্ষার শক্তিতেই সমাজ এগোবে।”
তিনি আরও জানান, জ্যোতি ফাউন্ডেশনের লাইব্রেরিতে পড়াশোনা করে ইতিমধ্যেই তিনজন তরুণ রেলের টেকনিক্যাল বিভাগে চাকরি পেয়েছেন। এই তথ্যই প্রমাণ করে—উপযুক্ত সুযোগ ও পরিবেশ পেলে এখানকার ছেলেমেয়েরাও দেশসেরা হতে পারে।
শিবমের এই গৌরবময় সাফল্যে জগদ্দল সহ গোটা রাজ্য গর্বিত। তাঁর এই যাত্রা অন্য পড়ুয়াদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে বলেই মনে করছেন অভিভাবক ও শিক্ষকমহল।
“পরিশ্রমের কোনও বিকল্প নেই,”—বলেছেন শিবম। আগামীতে তিনি দেশের সেবায় নিয়োজিত হতে চান।