জলপাইগুড়ি : পাঁচদিন ব্যাপী জেলা “সৃষ্টিশ্রী” মেলা শুরু হল জলপাইগুড়িতে। ব্যবস্থাপনায় জলপাইগুড়ি জেলা গ্রামোন্নয়ন দপ্তর। শুক্রবার থেকে রবীন্দ্রভবন প্রাঙ্গণে শুরু হয়েছে জেলা “সৃষ্টিশ্রী” মেলা। মেলা চলবে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা চলবে বলে জানান উদ্যোক্তারা। এদিন মেলার উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তর ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক।

এছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, জেলা শাসক মৌমিতা গোদারা, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, পুরসভার পুরমাতা পাপিয়া পাল, অতিরিক্ত জেলাশাসক তেজস্বী রাণা , সদর মহকুমা শাসক সুদীপ পাল সহ অন্যান্যরা।

উল্লেখ্য মেলায় থাকছে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর তৈরী বিভিন্ন হস্তসামগ্রীর স্টল। মূলত গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতের তৈরী বিভিন্ন হস্তশিল্প সামগ্রী সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এই মেলার আয়োজন।

উল্লেখ্য বাংলার মা বোনদের হাতের কাজের ছোয়ায় সৃষ্টি কতটা সুন্দর হয়ে উঠতে পারে “সৃষ্টি শ্রী ” মেলার মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে।