অসুস্থ হয়ে পাঁচজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ইংরেজি পরীক্ষা দিলেন হাসপাতালে

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৯ ফেব্রুয়ারি’২৪ : আজ ছিল উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। জলপাইগুড়ি জেলার ৭৫ টি ভেনুতে শান্তিপূর্ণ ভাবেই এদিনের পরীক্ষা হয়েছে বলে এদিন জানালেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জলপাইগুড়ি জেলার জয়েন্ট কনভেনার অঞ্জন দাস। এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ৫০০ জন। তাদের মধ্যে ১১ হাজার ছাত্রী ও ৭ হাজার ৫০০জন ছাত্র। এদিন চারজন পরীক্ষার্থী হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছেন বলে জানান অঞ্জন বাবু।

জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে এক পরীক্ষার্থী আগে থেকেই ভর্তি ছিলেন। হাসপাতাল থেকেই তিনি পরীক্ষা দিয়েছেন। অন্যদিকে এদিন শহরের সোনালী উচ্চ বালিকা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এক ছাত্রী পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পরেন।

Five high school students took the English test in the hospital after being ill

পাশাপাশি কুকুরজান উচ্চ বিদ্যালয়ের একজন পরীক্ষার্থীকেও অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে তিনিও সেখানেই পরীক্ষা দিয়েছেন। অঞ্জনবাবু আরও বলেন, মগরাডাঙ্গি হাসপাতালে একজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন এবং বেলাকোবা হাসপাতালেও একজন পরীক্ষা দিয়েছেন। শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে পরীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *