জেল হেফাজত থেকে ছাড়া পেলেন জলপাইগুড়ির পাঁচ বাম নেতা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২১ আগস্ট’২৩ : জেল থেকে ছাড়া পেলেন পাঁচ বাম নেতা। সোমবার জলপাইগুড়ি জেলা আদালতের সিজেএম কোর্টের বিচারপতি গ্রেপ্তার হওয়া পাঁচ সিপিআইএম নেতার জামিন মঞ্জুর করেন। এদিন সন্ধ্যা সাতটা নাগাদ সিপিআইএম নেতারা জেল থেকে বেরিয়ে এলে তাদেরকে বিপুলভাবে সংবর্ধনা জানান জেলের বাইরে দাঁড়িয়ে থাকা সিপিআইএমের কর্মীরা। জেল থেকে বেরিয়ে আসা নেতাদের মালা পরিয়ে বরণ করে নেন সিপিআইএমের জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক সলিল আচার্য, প্রাক্তন সংসদ তথা দার্জিলিং এর সিপিআইএম নেতা সম্মান পাঠক সহ অন্যান্য নেতৃত্বরা।

Five leftist leaders of Jalpaiguri were released from jail custody

উল্লেখ্য, তৃনমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতিকে হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে সিপিআইএমের জেলা কার্যালয়ের সামনে তৃনমূল ছাত্র পরিষদ এবং এস এফ আই এর মধ্যে সংঘর্ষ হয়।

আরো পড়ুন : জলপাইগুড়ি কোতোয়ালী থানায় তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ; বিক্ষোভের মুখে বাম নেতারা

অভিযোগ, সিপিআইএম অফিস দখল করতে গিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ। ঘটনার পর সিআইটিইউ জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক জিয়াউল আলম, সম্পাদক পিযুষ মিশ্র, জেলা কার্যকরী কমিটির সদস্য সুদীপ চক্রবর্তী, এবিটিএ জেলা কমিটির সম্পাদক প্রসেনজিৎ রায় ও এবিপিটিএ জেলার নেতৃত্ব জ্যোতিবিকাশ করকে আটক করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *