নির্বাচনী আচরণ বিধির নজরদারি চালাতে ফ্লাইং স্কোয়াড জলপাইগুড়িতে

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৮ মার্চ’২৪ : সবুজ পতাকা নাড়িয়ে ফ্লাইং স্কোয়াডের উদ্বোধন করা হল জলপাইগুড়িতে। সোমবার দুপুরে জলপাইগুড়ির জেলা শাসক তথা জেলা রিটার্নিং অফিসার শামা পারভিন এই স্কোয়াডের উদ্বোধন করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত সহ জেলায় নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিক, কর্মী এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। এই প্রসঙ্গে জেলা রিটার্নিং অফিসার বলেন, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জন্য মোট ২৬টি ফ্লাইং স্কোয়াড তৈরি করা হয়েছে। তারা মূলত যেকোনো রকমের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার ওপর নজরদারি চালাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *