অভিষেকের নির্দেশের পর বেহাল হাট পরিদর্শনে জেলা পরিষদের সভাধিপতি সহ জেলা প্রশাসন

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৩ জুলাই ২০২২ : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন পাওয়ার কয়েক ঘন্টা যেতে না যেতেই তৎপর হল জলপাইগুড়ি জেলা পরিষদ তথা জেলা প্রশাসন। বুধবার জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি সহ জেলা প্রশাসন বেহাল হাট পরিদর্শন করলেন। উল্লেখ্য, গতকাল ধুপগুড়ি যাওয়ার পথে দোহমনী এলাকার পূরনো বাজারের হাটের বেহাল অবস্থা পরিদর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সেখান থেকেই জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মনকে ফোন করে হাটের বেহাল অবস্থা মেটাতে দ্রুত পদক্ষেপ নিতে বলেছিলেন। আর তার একদিনের মধ্যেই নড়েচড়ে বসল জলপাইগুড়ি জেলা পরিষদ।

এবিষয়ে জেলা পরিষদের সহকারি সভাধিপতি দুলাল দেবনাথ বলেন, বাম আমলে জেলা পরিষদের জমি ডাকাতি হয়েছে। আমরা তা উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ শুরু করেছি।

অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন বলেন, হাটের এতটা বেহাল অবস্থা আগে জানতাম না, তা স্বীকার করে নিচ্ছি। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছেন। আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করছি।

হাট ব্যবসায়ী রবিন ঘোষ বলেন, অভিষেক বাবুর ফোনের পর দ্রুত উদ্যোগ শুরু করল জলপাইগুড়ি জেলা পরিষদ। তবে অভিষেক বাবু যে নির্ধারিত সময় দিয়েছেন তার মধ্যে কাজ না হলে আমরা জেলা পরিষদের বিরুদ্ধে আন্দোলনে যাব। পাশাপাশি তার দেওয়া নম্বরেও ফোন করবো বলে জানান তিনি।

অপর ব্যবসায়ী অরুণ পাল বলেন, যেহেতু অভিষেক বাবু হাটের বেহাল অবস্থা পরিদর্শন করেছেন, সমাধান নিশ্চয়ই হবে। জেলা পরিষদের জায়গা বিভিন্নভাবে দখল হয়ে যাচ্ছে ও বেআইনিভাবে নির্মাণ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আরেক ব্যবসায়ী সম্রাট ঘোষ বলেন, এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। হাটের অবস্থা খুব খারাপ। শেড ভেঙে গেছে, বৃষ্টির জল জমছে। এই অবস্থায় হাটে ক্রেতারাও আসতে চাইছেন না। অভিষেক বাবুর ফোনের পর আজ জেলা পরিষদের প্রতিনিধিরা এসেছেন। আশা করছি আমাদের সমস্যার সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *