জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৪ আগস্ট ২০২২ : স্বামী বিবেকানন্দের প্রতি উৎসর্গীকৃত ও “আজাদী কা অমৃত মহোৎসব” উপলক্ষে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল বৃহস্পতিবার জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে। নক আউট পর্যায়ের এই টুর্নামেন্টের মোট আটটি দল অংশ গ্রহন করে।এদিনের প্রথম খেলায় পরস্পর পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে জলপাইগুড়ি টাউন ক্লাব বনাম বেলাকোবা ইয়ুথ একাডেমি পাশাপাশি দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করে এফ ইউ সি বনাম ঘুঘু ডাঙ্গা এস.সি.সি.সি ক্লাব । আজ বৃহস্পতিবার ৪ ঠা আগস্ট থেকে ফুটবল টুর্নামেন্ট চলবে ৭ই আগস্ট পর্যন্ত । চুড়ান্ত পর্যায়ের ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী সাতই আগস্ট রবিবার। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজী মহারাজ বলেন আজাদী কা অমৃত মহোৎসব” ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের আয়োজন। জলপাইগুড়ির বিভিন্ন দল ছাড়াও কোচবিহারের দল এই টুর্নামেন্টের অংশগ্রহণ করবে। বিভিন্ন জায়গায় আজাদী কা অমৃত মহোৎসব” উপলক্ষে রামকৃষ্ণ মিশন বিভিন্ন কর্মসূচী নিয়েছে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে আজাদী কা অমৃত মহোৎসব” উপলক্ষেঝ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এছাড়াও অন্যান্য কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

বাইট : স্বামী শিবপ্রেমানন্দজী মহারাজ , সম্পাদক, জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *