সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরে যানজট যেন নিত্য দিনের সঙ্গী। রাস্তার দুধার দখল করে নিয়েছে হকাররা। এমন কি দোকানদাররাও নিজেদের দোকানের বাইরে ফুটপাথে এমনভাবে জিনিস পত্র রাখছেন, যার ফলে রাস্তার দুই ধারের ফুটপাত দখল হয়ে থাকছে।

সাধারন মানুষকে ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে। এর ফলে রাস্তা দিয়ে গাড়িগুলি ঠিক মত যেতে পারছে না। ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকছে। কিছুদিন ধরেই জলপাইগুড়ি শহরের ফুটপাত উচ্ছেদ অভিযানে নেমেছে কোতয়ালি থানার পুলিশ।

শুক্রবার এই অভিযানে সামিল হয় জলপাইগুড়ি পুরসভা। উপস্থিত ছিলেন পুরমাতা পাপিয়া পাল, উপ পুরপিতা সৈকত চ্যাটার্জী, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো এবং কোতয়ালী থানার আইসি এবং পুলিশ কৰ্মীরা। থানামোড়, সমাজপাড়া মোড়, মার্চেন্ট রোড, দিনবাজার সহ বিভিন্ন জায়গায় জলপাইগুড়ি পুরসভা ও কোতয়ালী পুলিশ।

রাস্তার ধারে ফুটপাত দখল করে সাজিয়ে রাখা দোকানের বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে। শহরের প্রধান রাস্তাগুলোর ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য সদা উন্মুক্ত রাখতে এমন অভিযান লাগাতার চলবে বলে পুরসভা সূত্রে খবর।

এদিনের অভিযানে ভেঙে দেওয়া হয় কদমতলায় একটি শপিং মলের ফুটপাত আটকে তৈরি করা অবৈধ নির্মাণ। নিচের ভিডিওতে শুনুন পুরমাতার বক্তব্য।