১৫০ বছর ধরে এখানে আদিবাসীদের নিজস্ব মন্ত্রেই পূজিত হন মা দুর্গা

রাহুল মন্ডল, মালদা, ৬ অক্টোবর’২৩ : শতাব্দী প্রাচীন এই পুজোকে ঘিরে এখনো উন্মাদনা তুঙ্গে। আদিবাসী অধ্যুষিত এলাকা মালদার হবিবপুর ব্লক, সেই ব্লকে আদিবাসী সম্প্রদায় মানুষ নিজের ভাষায় মন্ত্র পাঠ করে মা দুর্গার। এই পূজোটি হয় মালদার হবিবপুর থানার কেন্দপুকুর এলাকার ভাঙ্গা দিঘি গ্রামে। গ্রামের মধ্যে রয়েছে ছোট্ট একটি টিনের ঘর, সেই ঘরের মধ্যে রয়েছে এই মা দুর্গার বেদী। সেখানেই এই পুজো হয়ে আসছে।

For 150 years Maa Durga has been worshiped here by the indigenous people with their own mantras

পুরোহিতের মন্ত্রে নয়, আদিবাসীদের নিজস্ব মন্ত্রেই নিষ্ঠার সঙ্গে এখানে পূজিত হয় মা দুর্গা। প্রায় ১৫০ বছরের পুরনো মালদার হবিবপুরের কেন্দপুকুর ভাঙাদিঘি এলাকার প্রাচীন এই দুর্গাপুজো। তবে এই পুজোর ইতিহাস রয়েছে। বাবুল আর হাঁসদা জানান তাদের এই পুজোটা শুরু হয়েছিল ঠাকুরদার আমলে বাংলাদেশে। এক সময় এই পুজো ছিল পরিবার কেন্দ্রীক। ১৫০ বছরের পুরোনো এই দুর্গা পূজো।পূজোর প্রচলন করেছিলেন লব হাঁসদা। স্বপ্নাদেশ পেয়েই নাকি দেবী দুর্গার পুজো শুরু করেছিলেন লব হাঁসদা। তখন বাংলাদেশের রাজশাহী জেলার, নাচোল থানার হাকরোল গ্রামে থাকতেন লব হাসদাঁ।আজও ধুমধাম করে আদিবাসী সম্প্রদায়ের নিয়ম-নীতি মেনে এখানো দেবীর আরাধনা করা হয়। পুজোর চার দিন এখানে পংক্তি ভোজনের আয়োজন করে থাকেন আদিবাসী সমাজের মানুষেরা। ব্রাহ্মণ পুরোহিতের বদলে একজন প্রবীণ আদিবাসী তাঁদের নির্দিষ্ট ধর্মীয় রীতি মেনে দেবী দুর্গাকে পুজো করেন। হবিবপুরের ভাঙাদিঘিতে এখন পুজোর তোড়জোড় তুঙ্গে। এখন এই পুজো গোটা এলাকা জুড়ে সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *