সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ নভেম্বর : শুনতে একটু অবাক লাগলেও, পর্যটকদের কথা মাথায় রেখে নতুন বছরের শুরু থেকে গাজোলডোবাতে শিকারা নামাচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। তবে কাশ্মীরের মতো শিকারাতে রাত্রি যাপনের ব্যবস্থা না থাকলেও অন্যান্য সুবিধা পাবেন পর্যটকেরা। জানিয়েছেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। সেই সাথে তিনি বলেন, জলপাইগুড়ি শহরে তারা একটি পার্ক চাইছেন। যেটা সংস্কারের মধ্যে দিয়ে বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য করা হবে। উল্লেখ্য, পর্যটকদের কথা চিন্তা করে গাজলডোবাতে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তরফে ওই জায়গায় ইতিমধ্যে সরকারি রিসর্ট তৈরির পাশাপাশি বেশ কিছু পদক্ষেপ গ্রহন করায় আগের তুলনায় পর্যটকের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। এবার ওই গাজোলডোবাতে দুটি শিকারা নামানো হচ্ছে বলে জানান শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। তিনি আরও বলেন, জলপাইগুড়ি জেলা শাসকের তরফ থেকে গাজোলডোবাতে শিকারা নামানোর একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। উল্লেখ্য গাজোলডোবা মুখ্যমন্ত্রীর একটি স্বপ্নের প্রজেক্ট। তিনি বলেন, কাশ্মীরের ডাল লেকে যে ধরনের শিকারা রয়েছে ঠিক সেই রকম শিকারা এখানে নামানো হবে। অভিজ্ঞ মাঝিদের দিয়ে ওই শিকারা চালানো হবে। এতে কিছু কর্ম সংস্থান হবে বলেও মনে করছেন তিনি।

শুধু তাই নয় জলপাইগুড়ি শহরে বিশেষভাবে শিশু এবং বয়স্কদের জন্য পার্ক করা হবে। তবে নতুন পার্ক নয় পুরোনো পার্কগুলির মধ্যে থেকে একটিকে নিয়ে সংস্কার করা হবে। পার্কে বয়স্কদের বিশেষ ব্যবস্থা এবং শিশুদের খেলার সামগ্রী রাখা হবে। এছাড়াও শিশুদের জন্য ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা করা হবে বলে জানান সৌরভ বাবু।