শুখা মরশুমে বনাঞ্চলে আগুন রুখতে অভিযানে বনদপ্তর (ভিডিও সহ)

লাটাগুড়ি : শুখা মরশুমে বনাঞ্চলে যাতে আগুন না ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই বনদপ্তর সক্রিয় অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার লাটাগুড়ি জঙ্গলে এই অভিযানে উপস্থিত ছিলেন ডিএফও বিকাশ ভি, বিভিন্ন রেঞ্জের রেঞ্জার, বনকর্মী, জেএফএমসি সদস্য ও পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা।

কেন এই বিশেষ অভিযান?
➡ ঝরা পাতাই বনাঞ্চলে আগুন লাগার প্রধান কারণ।
➡ পথচারীদের ফেলে দেওয়া বিড়ি-সিগারেটের আগুন থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে।
➡ দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

এই কারণেই বনদপ্তর সতর্ক হয়েছে এবং জঙ্গলের রাস্তার পাশে জমে থাকা ঝরা পাতা পরিষ্কার করছে।

আগুনের ভয়াবহতা ও বনদপ্তরের করণীয়
➡ ইতিমধ্যে লাটাগুড়ি, বড়দিঘি ও সেন্ট্রাল বিটে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে।
➡ আগুন যাতে আর না ছড়ায়, তার জন্য বনকর্মীরা নজরদারি বাড়াচ্ছেন।
➡ বৃষ্টি হলে আগুনের ঝুঁকি কমবে, তবে এ বছর এখনো আশানুরূপ বৃষ্টি হয়নি।

প্রশাসনের বার্তা
বনদপ্তর সাধারণ মানুষের সচেতনতার উপর জোর দিচ্ছে।
➡ জঙ্গলে আগুনের ঝুঁকি এড়াতে পথচারীদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
➡ পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানিয়েছেন বনকর্মীরা।

পরিবেশ বাঁচাতে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে— এমনটাই মনে করছে বনদপ্তর।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *