লাটাগুড়ি : শুখা মরশুমে বনাঞ্চলে যাতে আগুন না ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই বনদপ্তর সক্রিয় অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার লাটাগুড়ি জঙ্গলে এই অভিযানে উপস্থিত ছিলেন ডিএফও বিকাশ ভি, বিভিন্ন রেঞ্জের রেঞ্জার, বনকর্মী, জেএফএমসি সদস্য ও পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা।

কেন এই বিশেষ অভিযান? ঝরা পাতাই বনাঞ্চলে আগুন লাগার প্রধান কারণ।
পথচারীদের ফেলে দেওয়া বিড়ি-সিগারেটের আগুন থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে।
দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
এই কারণেই বনদপ্তর সতর্ক হয়েছে এবং জঙ্গলের রাস্তার পাশে জমে থাকা ঝরা পাতা পরিষ্কার করছে।

আগুনের ভয়াবহতা ও বনদপ্তরের করণীয় ইতিমধ্যে লাটাগুড়ি, বড়দিঘি ও সেন্ট্রাল বিটে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন যাতে আর না ছড়ায়, তার জন্য বনকর্মীরা নজরদারি বাড়াচ্ছেন।
বৃষ্টি হলে আগুনের ঝুঁকি কমবে, তবে এ বছর এখনো আশানুরূপ বৃষ্টি হয়নি।
প্রশাসনের বার্তা
বনদপ্তর সাধারণ মানুষের সচেতনতার উপর জোর দিচ্ছে। জঙ্গলে আগুনের ঝুঁকি এড়াতে পথচারীদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানিয়েছেন বনকর্মীরা।
পরিবেশ বাঁচাতে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে— এমনটাই মনে করছে বনদপ্তর।