সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরকে আরো সবুজ করতে নগর বাটিকা এবং নগর বন তৈরির উদ্যোগ নিচ্ছে বন দপ্তরের, উদ্যান ও কানন বিভাগ।

উদ্যান ও কানন বিভাগ ( উত্তর) এর ডিএফও অঞ্জন গুহ বলেন সরকার চাইছে শহরের মধ্যে এই ভাবে আরো সবুজ জায়গার সৃষ্টি করা। সেই অনুসারে কাজ শুরু করা হয়েছে। উল্লেখ্য উদ্যান ও কানন বিভাগ ( উত্তর) এর পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা শাসক এবং পুরসভার পুরপ্রধানের কাছে চিঠি করা হচ্ছে। বিভাগের বক্তব্য নগর বাটিকাতে ছোটো বড় গাছ ছাড়াও বসার জায়গা, ছোটোদের খেলার জায়গা, এবং ছোটো ল্যান্ড স্কেপিং বিউটিফিকেশন করা হবে। শহরের মধ্যে যে সমস্ত ছোটো ছোটো জায়গা পাওয়া যাবে সেই জায়গা গুলিকে ব্যবহার করা হবে।

তিনি আরো বলেন যদি এক হেক্টর পর্যন্ত কোন সরকারি বা বেসরকারি জায়গা পাওয়া যায় এবং সেই জায়গার কর্তৃপক্ষ যদি রাজি থাকেন তাহলে সেই জায়গায় নগর বাটিকা তৈরি করা হবে। এছাড়া কম পক্ষে ১০ হেক্টর হলে নগর বন তৈরি করা হবে। আর এই পুরোটাই কাজটা করা হবে নর্থবেঙ্গল গ্রিনিং প্রোজেক্ট নাম দিয়ে বলে জানান ডি এফ ও।

অপরদিকে বন বিভাগের এই সবুজায়নের উদ্যোগে খুশি জলপাইগুড়ি পুরসভার পুরমাতা পাপিয়া পাল। তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে সবুজায়ন অত্যন্ত জরুরি। তাই সকল কে নিয়েই পুরসভা এই সবুজায়নের পথে হাঁটবে।