সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ জুলাই’২৩ : বনমহোৎসব উপলক্ষ্যে বৃক্ষ রোপনের পাশাপাশি পরিচর্চার উপর এক প্রতিযোগিতার আয়োজন করা হল জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ হোমের উদ্যোগে। শনিবার জলপাইগুড়ি বনদফতরের বনসৃজন বিভাগের সহযোগিতায় শহরের সমাজপাড়ায় স্টুডেন্টস হেলথ হোমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিনের কর্মসুচি থেকে শহরের ১৫টি বিদ্যালয়ের ৭৫জন পড়ুয়ার হাতে বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দেওয়া হয়। একবছর পর সেই গাছের পরিচর্চা কতটা করতে পেরেছে পড়ুয়ারা, তা খতিয়ে দেখে তাদের পুরস্কৃত করা হবে বলে জানালেন স্টুডেন্টস হেলথ হোমের সম্পাদক পান্থ দাসগুপ্ত। তিনি বলেন,”পরিবেশ রক্ষার কাজে পড়ুয়াদের যুক্ত করতেই এই উদ্যোগ গ্রহণ করেছেন তারা।”
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গরুমারা বনদফতরের এডিএফও জন্মেজয় পাল, জলপাইগুড়ি বনসৃজন বিভাগের দেবজিত কুমার সাহা ও প্রীতম বিশ্বাস, স্টুডেন্টস হেলথ হোমের সহকারী সম্পাদক সুমন সরকার, কৌশিক সরকার, গৌতম মাহাতো প্রমুখ। গরুমারা বনদফতরের এডিএফও জন্মেজয় পাল বলেন , বনমহোৎসবকে সামনে রেখে সবুজায়নের লক্ষ্যে বনদফতরের নার্সারি থেকে বৃক্ষচারা বিতরণ করা হচ্ছে। সবুজ রক্ষার জন্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াই এর মূল লক্ষ্য।