নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ জুন ২০২২ : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো জলপাইগুড়ি টাউন ব্লক তৃনমূল কংগ্রেস কমিটির সহ সভাপতি তথা জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন কাউন্সিলর বিশ্বজিৎ সরকারের। সোমবার সকালে শিলিগুড়ির একটি নার্সিং হোমে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদিন শিলিগুড়ি থেকে বেলা দেড়টা নাগাদ জলপাইগুড়ি শহরে তার মরদেহ নিয়ে আসা হয়। উল্লেখ্য, ২০১৫ সালে জলপাইগুড়ি পুরসভা নির্বাচনে শহরের ১৩ নম্বর ওয়ার্ড থেকে প্রথম সিপিআইএম প্রার্থীকে হারিয়ে তৃনমূলের কাউন্সিলার হয়েছিলেন বিশ্বজিৎ বাবু।

অনেক দিন ধরেই বিশ্বজিৎ বাবু অসুস্থ ছিলেন বলে জানা গেছে। রবিবার বিকেলে হঠাৎ অসুস্থ হওয়ার ফলে তাকে প্রথমে জলপাইগুড়ি জেলা হাসপাতালে এবং পরে শিলিগুড়ি একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছিল। এদিন তার মরদেহ জলপাইগুড়ি পুরসভা, ওয়ার্ডের পার্টি অফিস, জেলা পার্টি অফিস হয়ে মাসকলাই বাড়ি শ্মশানে নিয়ে যাওয়া হয়।