সংবাদদাতা, জলপাইগুড়ি, ৮ আগস্ট : হুগলি জেলার চুঁচুড়ার চার পলাতক দুষ্কৃতী গ্রেপ্তার জলপাইগুড়িতে। সোমবার চুঁচুড়া থানা ও জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ জলপাইগুড়ি গভঃ ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে ওই চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতরা হলেন বাবু পাল, বাবাই বালা, শেখর দে ও প্রসেনজিৎ ব্যাপারী। সকলের হুগলি জেলার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে বেশ কিছু সামগ্রী উদ্ধার হলেও পুলিশ পরিস্কার করে কিছু জানায়নি। ধৃতদের সোমবার বিকেলে চুঁচুড়া থানায় পুলিশ জলপাইগুড়ি থেকে সড়ক পথে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চুঁচুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন।
উল্লেখ্য, গত ৬ই অগস্ট চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের গ্রেপ্তার হওয়া এক দুষ্কৃতী টোটোন বিশ্বাসকে মেডিকেল করার জন্য নিয়ে এসেছিল পুলিশ৷ পুলিশের সামনে হাসপাতালে ভিতরে টোটোনকে লক্ষ্য করে গুলি করে কয়েকজন দুষ্কৃতী, এরপর পালিয়ে যায় দুষ্কৃতীরা। টোটোনের পেটে গুলি লেগে গুরুতর জখম হয় সে৷ ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। সেই অভিযুক্তদের চারজনকে এদিন জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এদিন ধৃতদের গ্রেপ্তার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। এরপর জেলা পুলিশের সাহায্যে বাড়তি নিরাপত্তা নিয়ে গাড়িতে ধৃতদের নিয়ে রওনা দিলেন চুঁচুড়ার পুলিশ। জানা গেছে, মঙ্গলবার ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নেবে পুলিশ।