জলপাইগুড়িতে শুরু চতুর্থ সৃজন মেলা; শিল্পীদের উৎসাহে সরগরম শহর

জলপাইগুড়ি: হস্তশিল্প ও সৃজনশীলতার মিলনমেলা বসেছে জলপাইগুড়িতে। শনিবার জলপাইগুড়ি সদর বিডিও মিহির কর্মকারের হাত ধরে উদ্বোধন হলো চতুর্থ সৃজন মেলা।

মোট ২৫টি স্টল নিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। জলপাইগুড়ির পাশাপাশি ইসলামপুর, শিলিগুড়ি ও মালবাজারের শিল্পীরাও তাঁদের সৃজনশীলতার সম্ভার নিয়ে হাজির হয়েছেন মেলায়। উদ্বোধনী মঞ্চ থেকে মিহির কর্মকার উদ্যোক্তাদের প্রশংসা করে বলেন, উইংস আর্টিস্ট গ্রুপের এই সরকারি স্বীকৃত উদ্যোগ ভবিষ্যতে শিল্পীদের পাশাপাশি যুবক-যুবতীদেরও সৃজনশীলতায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

Fourth Srijan Mela begins in Jalpaiguri; City buzzes with enthusiasm of artists

উদ্যোক্তাদের তরফে নীলোৎপল রায়, দীপঙ্কর বসুবিশ্বাস ও অমরনাথ নন্দী জানান, প্রথম দিনেই ভালো সাড়া মিলছে। ক্রেতারা সরাসরি শিল্পীর কাছ থেকে শিল্পকর্ম কিনতে পারছেন বলে কম দামে শিল্পপণ্য পাচ্ছেন। চারদিন ধরে চলবে এই মেলা, শেষ দিনে থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা।

মেলায় জমে উঠেছে শিল্প-সংস্কৃতির আসর, আর্টপ্রেমীদের ভিড়ে সরগরম জলপাইগুড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *