জলপাইগুড়ি, ২৪ জুন: অর্থ যেন আর বাধা না হয় স্বপ্ন দেখার! এবার নিট ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং-এর সুযোগ নিয়ে এগিয়ে এল জলপাইগুড়ি। রাজ্য সরকারের উদ্যোগে ‘যোগ্যশ্রী’ প্রকল্পের হাত ধরে সদর ব্লকের ৪০ জন ছাত্রছাত্রী পাচ্ছে নিখরচায় গাইডেন্স, আর সেই পথ দেখাতে পাশে দাঁড়ালেন খোদ বিডিও মিহির কর্মকার।
আনন্দ মডেল হাইস্কুলে সম্প্রতি এই প্রকল্পের সূচনা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার এবং উপ পুরপিতা সৈকত চ্যাটার্জী। ছাত্রছাত্রীরা যেন শুধু কোচিংই নয়, পান প্রশাসনের উৎসাহ আর একান্ত সহানুভূতি—কারণ এই ক্লাসে শিক্ষক হয়ে নিজেই অংশ নিচ্ছেন বিডিও।
‘যোগ্যশ্রী’-র লক্ষ্য, জেনারেল, ওবিসি ও সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে সহায়ক হওয়া। উচ্চমাধ্যমিকে ৬০-৬৫ শতাংশ নম্বর থাকলেই এই সুযোগ মিলবে। শুধু তাই নয়, প্রতিমাসে প্রত্যেক পড়ুয়া পাবে ৩০০ টাকা সম্মাননা—যেন শিক্ষার পথে একটুও না থামে তাদের যাত্রা।
অভিভাবকদের চোখে আনন্দ আর গর্ব—কারণ তারা দেখছেন, প্রশাসন কেবল নির্দেশ দিচ্ছে না, বাস্তবে শিক্ষার পাশে দাঁড়াচ্ছে। জলপাইগুড়ির প্রতিটি কোণ থেকে উঠে আসা স্বপ্ন এখন পাবে দিশা।
‘যোগ্যশ্রী’ কেবল একটি প্রকল্প নয়—এ যেন এক সামাজিক প্রতিশ্রুতি। যে প্রতিশ্রুতি বলছে,
“তোমার স্বপ্নে আমরা আছি পাশে, শিক্ষক, সাথি আর অনুপ্রেরণা হয়ে।”