কার্তিক ভান্ডারী, নানুর : বীরভূমের নানুরে ফের তাজা বোমা উদ্ধারের ঘটনা সামনে এল। নানুর থানার বাসাপাড়া সংলগ্ন সাঁতরা গ্রামের ঝিলতলা শ্মশানের কাছ থেকে শনিবার দুপুরে এক বালতি তাজা বোমা উদ্ধার করেছে নানুর থানার পুলিশ। অনুমান করা হচ্ছে, বালতিতে প্রায় দশটি বোমা ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি উদ্ধার করে। তবে কারা এবং কী উদ্দেশ্যে ওই বোমাগুলি সেখানে মজুত করেছিল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজই বোমাগুলি নিষ্ক্রিয় করা হতে পারে।

উল্লেখ্য, এই ঘটনার আগে শুক্রবার নানুরের থুপসারা অঞ্চলের বাসাপাড়ার ৩ নম্বর বুথের পঞ্চায়েত মেম্বার এবং তার পরিবারকে মারধরের অভিযোগ ওঠে। অভিযোগ, কাজল শেখের অনুগামীরা ওই পঞ্চায়েত মেম্বারকে আক্রমণ করে। পঞ্চায়েত সদস্যের দাবি, তিনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ায় তাদের উপর এই আক্রমণ করা হয়েছে। এমনকি, দেড় মাস ঘরছাড়া থাকার পর ঘরে ফিরতেই তাদের উপর চড়াও হয় কাজল শেখের অনুগামীরা।

শনিবার ঝিলতলা শ্মশানের কাছে এক বালতি তাজা বোমা উদ্ধারের ঘটনায় পুরো এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং বিষয়টি নিয়ে তৎপরতার সঙ্গে তদন্ত চালাচ্ছে।