জানুয়ারি মাস থেকে জলপাইগুড়ি স্টেশন দিয়েবৈদ্যুতিক ট্রেন চলার সম্ভাবনা জানালেন সাংসদ

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ নভেম্বর’২৩ : জলপাইগুড়ির টাউন স্টেশনের সামনে থাকবে হেরিটেজের ছাপ। জানালেন সাংসদ ডঃ জয়ন্ত কুমার রায়। হেরিটেজের মধ্যে রাজবাড়ী গেট, জল্পেস মন্দির ইত্যাদি বিষয়গুলিকে স্টেশনের সামনে তুলে ধরতে চান জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত কুমার রায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই জলপাইগুড়ি ও রোড স্টেশনটি মডেল ষ্টেশন তৈরি করার কাজ শুরু হবে। ইতিমধ্যেই বৈদ্যুতিক করণের কাজ প্রায় শেষ হয়েছে জলপাইগুড়ি টাউন স্টেশনে। আগামী জানুয়ারি মাস থেকেই সম্ভবত বিদ্যুৎ চালিত ট্রেন চলবে বলে তিনি জানান।

From January through Jalpaiguri station
 The MP said the possibility of running electric trains

এছাড়াও তিনি বলেন, জলপাইগুড়ির রোড স্টেশনকে হেরিটেজ স্টেশন করার জন্য খুব শীঘ্রই জলপাইগুড়ি মডেল স্টেশনের কাজ শুরু হবে। জলপাইগুড়ি রোড, জলপাইগুড়ি টাউন ও ধুপগুড়ি স্টেশনকে জলপাইগুড়ির হেরিটেজের বিষয়গুলো স্টেশনের মাধ্যমে তুলে ধরা হবে। ডিআরএম’কে এই প্রস্তাব আমি দিয়েছি। আশা করা যাচ্ছে জলপাইগুড়ির পুরনো ঐতিহ্যর বিষয়টি তুলে ধরা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *