এবার থেকে জলপাইগুড়িতে টোটোতে চড়লেই ১৫ টাকা- পুরসভার বৈঠকে সিদ্ধান্ত, ক্ষোভ পুর নাগরিকদের (ভিডিও সহ)

জলপাইগুড়িবাসী চেয়েছিল টোটোর যানজট থেকে মুক্তি, পুরসভা সাথে চাপিয়ে দিল অতিরিক্ত ব্যয় বৃদ্ধি।

জলপাইগুড়ি : টোটো ব্যবহারকারীদের দাবী অগ্রাহ্য করে টোটো চালকদের মেনে জলপাইগুড়ি শহরে টোটোর ন্যূনতম ভাড়া ১৫ টাকা করার সিদ্ধান্ত নিল তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভা। বুধবার জলপাইগুড়ি পুরসভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং টোটো চালক ইউনিয়নদের সঙ্গে হওয়া এক গুরুত্বপুর্ন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি যানজট কমাতে এবার থেকে শহরে পুরসভার অনুমতিহীন টোটো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সব সিদ্ধান্ত ১লা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানা গেছে।

এই বৈঠকে গৃহীত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দীর্ঘদিন ধরে টোটোর ন্যূনতম ভাড়া ১৫ করার দাবী জানিয়ে আসা সিপিআইএম দলের শ্রমিক সংগঠন অনুমোদিত টোটো চালক ইউনিয়নের জেলা সম্পাদক সহ অন্যান্য টোটো ইউনিয়নের নেতৃত্বরা।

বুধবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চলতি মাসেই শহর ও পাহাড়পুর, অরবিন্দ, খড়িয়া ও পাতকাটা গ্রাম পঞ্চায়েতের এলাকার চালকদের পুরসভা থেকে টোটোর রেজিস্ট্রেশন করিয়ে নম্বর নিতে হবে। ১লা সেপ্টেম্বর থেকে পুরসভার রেজিস্ট্রেশন ছাড়া শহরে কোন টোটো চলবে না। রেজিস্ট্রেশন ছাড়া টোটো চললে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ১লা সেপ্টেম্বর থেকে টোটোতে প্রথম দুই কিমি ১৫ টাকা এবং পরবর্তী প্রতি কিমি ৫ টাকা করে ভাড়া দিতে হবে। পাশাপাশি টোটোয় মাল বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইভাবে অতিরিক্ত যাত্রী বহন, নেশা করে টোটো চালানোয় জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও এইভাবে একতরফা টোটোর ভাড়া বৃদ্ধির সংবাদে টোটো ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, ভাড়া বৃদ্ধি করার আগে সাধারণ মানুষের মতামত নেওয়ার কি কোন প্রয়োজন নেই? কেউ লিখছেন, জলপাইগুড়ি পুরসভা কে ধিক্কার জানাই অনৈতিকভাবে টোটো ভাড়া বাড়ানোর জন্য। সব বাস মিনিবাস আগে রুট ফিরিয়ে দিতে হবে যাতে করে গ্রামের লোক নিজের প্রয়োজনে জলপাইগুড়ি শহরে বাসে উঠতে পারে নামতে পারে। কেউ লিখছেন, আমি কলকাতার আসে পাশে র কর্পোরেশন এলাকা toto তে উঠেছি 2 km গিয়েছি। সেখানেও 10 টাকা ভাড়া। কেউবা লিখছেন, এটি অতিরিক্ত।10টাকা ঠিকই ছিল। কেউ লিখছেন, দিল্লী, লুধিয়ানা, ভাগলপুর সহ দেশের অনেক ছোট বড় জায়গায় টোটোতে উঠেছি, কিন্তু কোথাও ন্যূনতম ভাড়া ১০ টাকার বেশি নয়।

এ বিষয়ে পুরমাতা পাপিয়া পাল জানান, পুরসভার রেজিস্ট্রেশন ছাড়া শহরে কোন টোটো চলবে না। অন‍্যদিকে উপ পুরপিতা সৈকত চাট‍্যাজি জানান, টোটোর নূন্যতম ভাড়া ১৫ টাকা করা হয়েছে। তবে স্কুল ছাত্র ছাত্রী এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে টোটো ভাড়া অপরিবর্তিত থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *