ওপার বাংলা থেকে এসে ভোটার তালিকায় নাম তোলার চক্র! বিস্ফোরক অভিযোগ অর্জুন সিংয়ের

বিশ্বজিৎ নাথ : ওপার বাংলা থেকে এদেশে এসে মুসলিম সম্প্রদায়ের মানুষরা বাবা-মা ভাড়া নেয় এবং হিন্দু নাম ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলে—এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সোমবার হালিশহরে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই চক্র একটি তৃণমূল স্পন্সড চক্রান্ত।

অর্জুন সিংয়ের দাবি, “ভুয়ো ভোটারদের একটি বিশাল চক্র সক্রিয় রয়েছে। তৃণমূলের মদতে এই কাজ চলছে। বর্তমান রাজ্য নির্বাচন কমিশনের তৎপরতা না থাকায় এই ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া সম্ভব হচ্ছে না।”

From the other side of Bengal the cycle of names on the voter list!  Explosive allegations of Arjun Singh

তিনি আরও বলেন, “বিজেপি থেকে ১০ লক্ষ ভুয়ো ভোটারের তালিকা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। কিন্তু একজনের নামও বাদ দেওয়া হবে না। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নিজস্ব পরিকাঠামো নেই, যার ফলে রাজ্য সরকারের ওপর নির্ভর করতে হয়। আর মমতার সরকার টিকে আছে ১০ শতাংশ ফলস ভোটের জোরে।”

তাঁর মন্তব্যে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অর্জুন সিংয়ের বক্তব্য, এই ভুয়ো ভোটার চক্র বন্ধ না হলে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না। তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করার আহ্বান জানান।

অর্জুনের বক্তব্য নতুন করে রাজ্য রাজনীতিতে বিতর্ক উসকে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *