জলপাইগুড়ি, ১ জুলাই: “রক্তদান মহৎ দান, বাঁচাতে পারে একটি প্রাণ”— এই বার্তাকে সামনে রেখে মঙ্গলবার পুরাতন পুলিশ লাইন এলাকায় অনুষ্ঠিত হল এক অনন্য রক্তদান শিবির। পিপলস্ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি রক্তদানের প্রতি সচেতনতা গড়ে তুলতে সফল ভূমিকা নেয়।
এই শিবিরের একদিন আগেই, সোমবার শহরের বিভিন্ন মোড়ে পথনাটিকা উপস্থাপন করেন মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর শিল্পীরা। রক্তের প্রয়োজন, সংকটকালীন সময়ের অসহায়তা ও রক্তদানের গুরুত্বকে মানুষের সামনে আনতেই এই অভিনব প্রচেষ্টা।
শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কপি লেখা পর্যন্ত মোট ৪৭ জন রক্তদান করেন, যা এই উদ্যোগের সফলতা প্রমাণ করে।
জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ ব্লাড ব্যাংকের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে পুরো শিবির পরিচালিত হয় অত্যন্ত নিয়মিত ও স্বাস্থ্যবিধি মেনে।
রক্তের সংকট মোকাবিলায় এই উদ্যোগ নিঃসন্দেহে এক উজ্জ্বল দৃষ্টান্ত। নাটক ও সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনে পথ দেখাল জলপাইগুড়ির দুই সংগঠন।