গনেশ চতুর্থী উৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে শহর জলপাইগুড়িতে

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩১ আগস্ট : গনেশ চতুর্থী উৎসব সাড়ম্বরে পালিত হয় শহর জলপাইগুড়িতে। ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথীতে পালিত হয় গনেশ চতুর্থী। এই চতুর্থী সিদ্ধি বিনায়ক ব্রত নামেও পরিচিত। বুধবার শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে জলপাইগুড়িতেও গনেশের মূর্তি পুজো অনুষ্ঠিত হল। এবছর ৩১ আগস্ট আজ ভাদ্র শুক্লা চতুর্থী। প্রতিবারের মতো এবারও জলপাইগুড়ি শহরের চার নম্বর ঘুমটি পুরাতন মসজিদ সংলগ্ন এলাকায় ভূপতি গ্রুপের পুজো নিয়ম নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে।

উদ্যোক্তাদের পক্ষ থেকে শুভঙ্কর রায় বলেন এবারে তাদের পুজো চতুর্থ বর্ষে পা দিল। পুজোর বিশেষ আকষর্ণ ১৬ ফুট উচু গনেশ মূর্তি। প্রতিবছরের মতো এবছর সমাজকে বার্তা দিতে পরিবেশের উপর থিম করা হয়েছে। মূলত পরিবেশ ও হিন্দু সংস্কৃতির উপর পুজো মন্ডপ তৈরী করা হয়েছে। চারদিন ধরে বিকেলে প্রসাদ বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিসর্জনের দিন থাকবে বিশেষ কর্মসূচি।

পাশাপাশি জলপাইগুড়ির থানা রোডেও ব্যাবসায়ীদের উদ্যোগে গনেশ পুজো শুরু হয়েছে। পুজোকে ঘিরে ভক্তদের বিপুল আনন্দ উদ্দীপনা দেখা গেছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গেছে গনেশ চতুর্থী উপলক্ষে অত্যন্ত নিয়ম নিষ্ঠা সহকারে এই পুজোর আয়োজন করা হয়েছে প্রতিবারের মতো।

অন্যদিকে, গনেশ চতুর্থী উপলক্ষে সংসারে সুখ সমৃদ্ধি লাভের আশায় গনেশ বন্দনায় মেতে উঠেছে জলপাইগুড়ি শিল্পসমিতি পাড়ার হালদার পরিবার। হালদার বাড়ির পুজো এবছর ২১তম। প্রতিবারের ন্যায় এবারো ভক্তি নিষ্ঠার সঙ্গে গনেশ পুজোর আয়োজন করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *