মহাকুম্ভ স্নানে গিয়ে নিখোঁজ গারুলিয়ার বৃদ্ধা, দুশ্চিন্তায় পরিবার

বিশ্বজিৎ নাথ : মহাকুম্ভ স্নানে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন গারুলিয়ার এক বৃদ্ধা। ৬০ বছরের সন্ধ্যা পাল নামে ওই মহিলা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভস্নানে গিয়েছিলেন, কিন্তু ট্রেন থেকে নামার পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, নোয়াপাড়া থানার গারুলিয়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের লেলিন নগরের আটজন বাসিন্দা গত ৮ ফেব্রুয়ারি রওনা দেন প্রয়াগরাজের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে আজমীর এক্সপ্রেস ধরে তাঁরা পরদিন ৯ ফেব্রুয়ারি দুপুর তিনটের সময় প্রয়াগরাজ স্টেশনে পৌঁছন। তবে ট্রেন থেকে সাতজন নেমে গেলেও সন্ধ্যা দেবীর আর খোঁজ মেলেনি।

Garulia's elderly woman goes missing after bathing in Mahakumbh; family worried

বৃদ্ধার স্বামীও ওই ট্রেনেই ছিলেন। কিন্তু সন্ধ্যা দেবী ট্রেন থেকে নেমেছিলেন কিনা, তা নিয়েও কেউ নিশ্চিত নন। বারবার খোঁজ করেও সন্ধান মেলেনি। পরিবারের তরফে নোয়াপাড়া থানা ও রেল প্রশাসনের কাছে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত সন্ধ্যা দেবীর কোনও হদিস পাওয়া যায়নি।

পরিবারের লোকজন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। রেল পুলিশ ও প্রশাসন দ্রুত তদন্ত শুরু করেছে এবং সন্ধ্যা দেবীকে খুঁজে বের করতে চেষ্টা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *