চা শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে গেট মিটিং জলপাইগুড়িতে জয়েন্ট ফোরামের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৩ সেপ্টেম্বর’২৩ : জমির পাট্টা, বোনাস সহ অন্যান্য দাবিতে বুধবার জয়েন্ট ফোরামের উদ্যোগে গেট মিটিং অনুষ্ঠিত হল জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চাবাগানে। শ্রমিক নেতা প্রফুল্ল লাকড়া বলেন চাবাগানের শ্রমিকদের মিনিমাম ওয়েজ, জমির পাট্টা সহ একগুচ্ছ দাবিতে এদিন গেট মিটিং করা হয়। সরকারি ভাবে শ্রমিকদের জমির পাট্টা ৫ ডেসিমেলে দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু শ্রমিকেরা এতে রাজিনয়। জানুয়ারি মাস থেকে শ্রমিকদের অবিলম্বে মিনিমাম ওয়েজ লাগু করতে হবে!

Gate meeting of Joint Forum at Jalpaiguri regarding various demands of tea workers

তিনি আরো বলেন গেট মিটিং এর পাশাপাশি একটি দাবী দাওয়া লিখিত ভাবে জমা দেওয়া হবে বাগান কর্তৃপক্ষকে।অন‍্যদিকে আরেক শ্রমিক নেতা রোহিত রোশন তিরকি বলেন আজকে জয়েন্ট ফোরামের পক্ষ থেকে চাবাগানের শ্রমিকদের নিয়ে গেট মিটিং করলাম। আগামীকাল বোনাস নিয়ে সরকারি ভাবে ভার্চুয়ালি মিটিং রয়েছে। দাবি পুজোর আগেই যাতে বোনাস দেওয়া হয়। এদিন জমির পাট্টা সহ অন্যান্য দাবিতে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান রোহিত রোশন তিরকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *