যোগ্য চাকরি হারাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবীতে জলপাইগুড়িতে জমায়েত

জলপাইগুড়ি : যোগ্য শিক্ষকরা যাতে বঞ্চিত না হয় তার দাবিতে এবার জলপাইগুড়ির সামাজিক সংস্থা “অভিমুখ”। শনিবার শহরের গান্ধী মূর্তির পাদদেশে সংস্থার সকলে একত্রিত হয়ে যোগ্য বঞ্চিতদের পাশে দাঁড়ালেন। এদিন প্রথমে গান্ধী মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অভিমুখের পক্ষে উমেশ শর্মা, প্রশান্ত নাথ চৌধুরী। উল্লেখ্য, একাধিক বেনিয়মের অভিযোগে স্কুল সার্ভিস কমিশন দ্বারা ২০১৬ সালে নিয়োগপ্রাপ্ত সম্প্রতি প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এদিন যোগ্য বঞ্চিতদের হয়ে সওয়াল করেন উপস্থিত সংস্থার সদস্যরা। জলপাইগুড়ি শহরের বিভিন্ন পেশার মানুষ, শিল্পী, সাহিত্যিক , কবি, নাট্যকার সকলে একত্রিত হন। হাতে পোস্টার নিয়ে যোগ্য প্রার্থীদের সমর্থনে এই জাতীয় কর্মসূচি দিকে দিকে ছড়িয়ে পড়বে বলে অভিমুখের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।

Gathering in Jalpaiguri demanding return of jobs to those who lost their jobs

জমায়েতে হতভাগ্য যোগ্য চাকরি হারারাও যোগ দেন। কোনো ধরনের প্রচার ছাড়াই সাধারণ মানুষ এদিনের প্রতিবাদে সামিল হলেন এটাও অভিনব বটে। ন্যায্য চাকরির দাবীতে যোগ্য মেধাবীদের ১০০০ দিনের উপর রাজপথে যেভাবে অবস্থান চলেছে, তার প্রতিও সহমর্মিতা জ্ঞাপন করা হয়। এই জমায়েত পথ চলতি মানুষের মধ্যে অদ্ভুত উন্মাদনা তৈরী করে।
অভিমুখের বক্তব্য, বিনা অপরাধে যেন একজন যোগ্য শিক্ষকেরও চাকরি বাতিল না হয়। সরকার ও প্রশাসন জানত কারা যোগ্য আর কারা অযোগ্য। যোগ্যদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। তাই আগামীতে যোগ্যরা যাতে তাদের চাকরি ফিরে পান তার দাবিই আমরা করছি বলে জানান সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *