নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৮ জুন ২০২২ : গজলডোবা ভোরের আলোয় পর্যটকদের জন্য চালু হলো নতুন বেশ কিছু সুবিধা। শুক্রবার জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসু ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে এই পরিষেবাগুলি চালু করা হলো।

এদিন ১টি ব্যাটারি চালিত গাড়ি , সাইকেল ও টেন্টের (তাঁবু) ব্যবস্থা পর্যটকদের জন্য শুরু করা হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজলডোবা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ সহ অন্যান্যরা।

রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ভোরের আলো। এখানে পর্যটকদের জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে। আজ নতুন কিছু ব্যবস্থা চালু করা হলো ।

আজ একটি ব্যাটারি চালিত গাড়ি , সাইকেল ও তাঁবুর ব্যবস্থা করা হয়েছে পর্যটকদের জন্য। এই গাড়িতে চড়ে বা সাইকেল চালিয়ে পর্যটকরা ভোরের আলো ঘুরে দেখতে পারবেন। সেইসাথে তাঁবুতে তাঁরা বিশ্রাম করতে পারবেন।

পাশাপাশি এখানে পর্যটকদের জন্য হোম স্টে ব্যবস্থা সরকার শুরু করতে চলেছে। এলাকার বাসিন্দারা যারা এই কাজে আগ্রহী তারা বিডিওর কাছে আবেদন করলে সরকার তাদের আর্থিক সহযোগিতা করবে। এতে এই অঞ্চলে পর্যটকদের থাকার সমস্যাও দূর হবে বলে জানান খগেশ্বর রায়।