সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ নভেম্বর : গতকাল খাবার খেয়ে পুরোনো একটি দেওয়ালের মধ্যেই শুয়েছিল বিশালাকার একটি অজগর সাপ। শুক্রবার দুপুরে জলপাইগুড়ি শহরের কলেজপাড়া এলাকায় ওই সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদপ্তরের কর্মীরা। আসেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর স্বরূপ মণ্ডল। প্রকাণ্ড ওই সাপটিকে ধরার চেষ্টা করলে সাপটি দেওয়াল থেকে নেমে পার্শ্ববর্তী এক জলাশয়ে চলে যায়। সেই কারণে দুপুরে সাপটিকে ধরতে পারেন নি বন কর্মীরা। তারপর রাতে সেই বিশাল আকৃতির অজগর সাপটি জলাশয় থেকে উঠে এসে পার্শ্ববর্তী একটি বাড়ির সামনে শুয়ে থাকে। সাপটিকে শুয়ে থাকতে দেখে বাড়ির লোকেরা তৎক্ষণাৎ পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে খবর দেন। তড়িঘড়ি বিশ্বজিৎ বাবু এসে অজগর সাপটিকে সেই বাড়ি থেকে রাত ১১টা নাগাদ উদ্ধার করেন। সাপটিকে আজ সকালে শনিবার প্রাথমিক চিকিৎসার পর বনকর্মীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। এই প্রসঙ্গে বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন, গতকাল দুপুরবেলা সাপটিকে দেখতে পায় এলাকাবাসী জলপাইগুড়ি কলেজপাড়ার একটি বাড়ির দেওয়ালে শুয়ে আছে টানটান করে। সেই থেকে আতঙ্ক ছড়ায়। সাপটিকে উদ্ধার করতে এসেছিল জলপাইগুড়ির বন বিভাগের কর্মীরা। কিন্তু সাপটি জলাশয়ে লুকিয়ে পড়ায় তারা উদ্ধার করতে ব্যর্থ হয়। তারপর রাতে সাপটিকে দেখতে পেয়ে আমাকে খবর দেওয়া হলে আমি তড়িঘড়ি গিয়ে সেই সাপটিকে উদ্ধার করি। বিশ্বজিৎ বাবু জানান, প্রায় ১৪ ফুট দীর্ঘ এই সাপটি একটি পুরুষ সাপ এবং এর আগেও এই এলাকা থেকে একটি বিশাল আকৃতির পাইথন আমি উদ্ধার করেছিলাম।
