দিনদুপুরে ছাগল চুরি! সন্ন্যাসীপাড়ায় চাঞ্চল্য

বিকাশ সরকার, হলদিবাড়ি : দিনদুপুরে গৃহস্থবাড়ি থেকে ছাগল চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বোয়ালমারী সন্ন্যাসীপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা দুলু মৈত্র জানালেন, তিনি বাড়ির পাশে প্রিয় খাসি ছাগলটিকে বেঁধে রেখে কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন ছাগল নেই।

Goat theft in broad daylight! Sensation in Sanyasipara

তিনি অভিযোগ করেন, “কয়েকজন অপরিচিত যুবককে এলাকায় ঘুরে বেড়াতে দেখেছিলাম। তারপরই দেখি ১৫-১৬ কেজি ওজনের ছাগল উধাও!” দুলু মৈত্রর দাবি, দুর্গাপূজার আগে এই ঘটনায় তিনি ভীষণ সমস্যায় পড়েছেন।

এলাকার বাসিন্দারা জানান, সম্প্রতি আশেপাশের গ্রামগুলোতে ছাগল চুরির প্রবণতা বেড়ে চলেছে। তাঁদের দাবি, প্রশাসন যেন দ্রুত চোরদের দৌরাত্ম রুখতে ব্যবস্থা নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *