বোধনের আগেই কালো কাপড়ে ঢেকে দেওয়া হল দেবী দুর্গার মুখ

আমিরুল ইসলাম, মালদা, ১৯ অক্টোবর’২৩ : চতুর্থীর দিন বিকেল বেলায় তাদের প্যান্ডেলে দুর্গার মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দিল তিলোত্তমা সর্বজনীন পুজো কমিটির উদ্যোক্তারা। নিউটাউণের হাতিয়াড়া ঝাউতলার এই পুজো মহিলা পরিচালিত।

উদ্যোক্তাদের অভিযোগ ইকো পার্ক থানা থেকে তাদেরকে পুজো করার পারমিশন দেওয়া হয়নি। যদিও তারা অনলাইনে বিধান নগর কর্পোরেশন ও রাজ্য পলিউশন দপ্তরের থেকে পুজো করার অনুমতি পেয়েছে বলেই দাবি করেন তারা। উদ্যোক্তাদের দাবি তারা এর আগে ছয় বছর ধরে এই পূজা করে আসছে।

তবে সপ্তম বর্ষে এসে তারা ইকোপার্ক থানা থেকে পুজো করার অনুমতি পাইনি। যদিও তারা অনুমতি না পাওয়ার বিষয়টি জানতে পারে তৃতীয়ার দিন। এর মধ্যে তাদের প্যান্ডেল তৈরি হয়ে গেছে এমনকি মন্ডপে দুর্গা প্রতিমাও আনা হয়ে গেছে। তাই উদ্যোক্তারা জানিয়েছে তারা অবৈধভাবে বিনা অনুমতিতে এই পূজা করতে রাজি নয়।

Goddess Durga's face is covered with black cloth before Bodhan

তাই তারা সিদ্ধান্ত নিয়েছে আপাতত কালো কাপড়ে দেবী দুর্গার মুখ ঢেকে রাখার। তাদের দাবি তাদের এই পুজো এবছরে রাজনীতির শিকার আর তাই পুলিশের কাছ থেকে অনুমতি মেলেনি তাদের। ঘটনাস্থলে ইকোপার্ক থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় পুজো উদ্যোক্তারা। প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডল এর কুশ পুতুল দাহ করে পুজো উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *