রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাবে বেহাল গয়েরকাটার মধুবনী পার্ক

কিবরিয়া হোসেন, ধুপগুড়ি, ১৯ অক্টোবর’২৩ : পুজোর মরশুমে ডুয়ার্স সহ পাহাড়ে পর্যটকদের ঢল। তবে এবারে সিকিমের বিপর্যয়ের পরে পর্যটকরা পাহাড়মুখী কম, পরিবর্তে ডুয়ার্সের সমতলেই ভিড় জমাচ্ছে বেশি।

একদিকে যখন গোটা ডুয়ার্স জুড়ে পর্যটন শিল্পে লাভের আশা দেখছেন পর্যটন ব্যবসায়ী সঙ্গে যুক্ত মানুষেরা। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে বানারহাট ব্লকের মধুবনী পার্ক স্থানীয় থেকে বহিরাগত প্রত্যেক পর্যটকদের একটা ভিন্ন অভিজ্ঞতা দিয়ে আসছে।

চা বাগিচায় ভরা, নদী নালার প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশে এই পার্কটি বর্তমানে বেমানান। পার্কের চারিদিকে আগাছা এমন কি ভেতরের প্রশাসনিক ভবন থেকে শুরু করে শিশুদের জন্য খেলনা সমস্ত কিছুই ভঙ্গুর অবস্থায়। আর যার সুযোগকে কাজে লাগিয়ে এই পার্কের ভেতরে চলছে অশালীন কার্যকলাপ। বিশেষ করে উঠতি বয়সী যুবক-যুবতীরাই ভিড় জমাচ্ছে এই পার্কে।

একটা সময় এই পার্কে স্থানীয় থেকে শুরু করে বহিরাগতরা সপরিবারে বেড়াতে আসতেন প্রাকৃতিক সৌন্দর্যের আনন্দ উপভোগ করতে। কিন্তু বর্তমানে এই পার্কের সামনে দিয়ে যাওয়াই যেন দায়। পার্কে আসে না কোন পর্যটক, আর এর মাঝেই কম বয়সী ছেলে মেয়েরা ভিড় জমাচ্ছে পার্কের ভেতরে।

যদিও পার্কের কর্মকর্তাদের মুখে কুলুপ এ বিষয়ে তবে তাদের দাবি, সরকার এই পার্কের বেহাল দশার কথা চিন্তা করুক, দ্রুত সাছিয়ে তুলুক এবং পুনরায় প্রত্যেকের কর্মসংস্থান হোক ও পার্কটি আগের মত চলুক।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *