শিলিগুড়ি: ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড় এলাকায় একটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গভীর রাতে টিন কেটে দোকানে ঢুকে চোরের দল সোনা ও রুপো মিলিয়ে আনুমানিক ৩০ হাজার টাকার সামগ্রী লুট করে পালিয়ে যায়।
সকালে দোকান খুলতেই চুরির ঘটনা সামনে আসে। দোকানের মালিক জানান, প্রায় দুই বছর আগেও এই দোকানে চুরির ঘটনা ঘটেছিল। বারবার চুরির ঘটনায় ইস্টার্ন বাইপাস এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ব্যবসায়ী এবং স্থানীয়রা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, এলাকায় টহলদারি বাড়ানো হলে এমন ঘটনা এড়ানো যেত।
খবর পেয়ে আশীঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের দ্রুত ধরার চেষ্টা চলছে।

এই চুরির ঘটনায় এলাকায় ব্যবসায়ী মহলে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। তারা পুলিশের কাছে রাতের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।